October 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 5:25 pm

কালীগঞ্জে জামায়াতের নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার

Oplus_16908288

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ঘোনপাড়া এলাকায় জামায়াতের নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, গাজীপুর-৫ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মোঃ খায়রুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তা সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের ঘোনপাড়া এলাকার জনদুর্ভোগ কমাতে, জনগণের কল্যাণে, বিপন্ন অসহায় মানুষের পাশে দাড়ানো ও সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে জামায়াতে ইসলামী এ জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর হাজী মোঃ আফতাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান, নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন, থানা কর্মপরিষদ সদস্য মোঃ আমিনুল ইসলাম, জামায়াত নেতা হুমায়ুন কবির, মোঃ আরিফ, মোঃ আবু তাহের, মনির হোসেনসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

স্থানীয় এলাকাবাসী জানায়, জামায়াতে ইসলামী নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজ করা হচ্ছে। দীর্ঘ দিন যাবৎ রাস্তাটি চলাচলের অনুপযোগী ছিল। রাস্তাটি নির্মাণের ফলে এই এলাকার জনগণের দুর্ভোগের লাঘব হবে।

পরে খায়রুল হাসানের নেতৃত্বে উপজেলা জামায়াতের একটি প্রতিনিধি দল কালীগঞ্জ সরকারী শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজ ও কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষকমন্ডলী এবং ছাত্র-ছাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।