পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ৩ দফা দাবি বাস্তবায়ন ও ঢাকায় শিক্ষকদের সমাবেশে পুলিশি হামালার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ও কলেজ শিক্ষক পরিষদের যৌথ আয়োজনে ওই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালিত হয়। জানা গেছে, ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ৭৫ শতাংশ হারে উৎসব ভাতা ও চিকিৎসা ভাতার দাবিতে ঢাকার জাতীয় প্রেসক্লাবে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও আটকের প্রতিবাদে সারা দেশে এমপিভুক্ত শিক্ষকদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালিত হয়।
অবস্থান কর্মসূচীতে, একাত্মতা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন নেতা সুলতান মাহমুদ, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা রুহুল আমিন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক চতরা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, পীরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আবু আজাদ বাবলু, চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুর রব প্রধান। এ সময় বক্তরা বলেন, শিক্ষকদের এ আন্দোলনে জল কামান, লাঠিচার্জ করে বন্ধ করা যাবে না। আমাদের এই যৌতিক দাবী অতিবিলম্বে মেনে নেওয়ার দাবি জানাচ্ছি। তা না হলে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। একদিকে সরকার শিক্ষার মানোন্নয়নে নানা পরিকল্পনা ও কর্মসূচির ঘোষণা দিচ্ছে, অন্যদিকে সেই শিক্ষা ব্যবস্থার অন্যতম চালিকাশক্তি—বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা—জীবনযুদ্ধে টিকে থাকার লড়াইয়ে প্রতিদিন নিঃশেষ হচ্ছেন। দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকরা দাবি জানিয়ে আসছেন—মূল বেতনের ওপর যৌক্তিক হারে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা বৃদ্ধি, উৎসব ভাতা শতভাগ প্রদান, এবং সবচেয়ে বড় দাবি—বেসরকারি শিক্ষার জাতীয়করণ। এই দাবির পেছনে রয়েছে আমাদের বাস্তব জীবনযুদ্ধের নির্মম অভিজ্ঞতা। চলমান আন্দোলনে শিক্ষকদের ওপর প্রেসক্লাবের সামনে পুলিশি হামলা, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ—সবই ছিল আমাদের ন্যায্য দাবি দমনের এক নির্মম উদাহরণ।
আরও পড়ুন
বিএনপির রাজনীতি জনকল্যাণে নিবেদিত- প্রিন্স
রংপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ৭৩টি বাইসাইকেল বিতরণ
রংপুরে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান