জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ নিশ্চিত করা হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে তার দল।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘আমরাও একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। দেশের বর্তমান অবক্ষয় থেকে উত্তরণের জন্য প্রয়োজন নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। বর্তমান সরকার নিরপেক্ষ নয়—তাই প্রয়োজন সরকার পরিবর্তন। আমরা মনে করি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে আগামী তিন মাসের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা উচিত। এই সরকার যত দ্রুত বিদায় নেবে, দেশের জন্য ততই মঙ্গল।’
তিনি আরও বলেন, ‘শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। কিন্তু যদি অশান্তিতে নোবেল দেওয়া হতো, তবে নিশ্চিতভাবে বাংলাদেশ সেই পুরস্কার পেত।’
গত ১১ অক্টোবর কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের বাধা প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘কোনো ধরনের উস্কানি ছাড়াই পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে জল কামান, রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। উপস্থিত নেতারা প্রাণ বাঁচাতে ছুটোছুটি করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ চালায়। এটি সরকারের পক্ষপাতমূলক আচরণের স্পষ্ট প্রমাণ এবং অন্তর্বর্তী সরকারের ইচ্ছারই প্রতিফলন।’
তিনি অভিযোগ করেন, ‘সরকারের এমন আচরণ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে না। বর্তমান সরকার নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চায় না।’
এনএনবাংলা/
আরও পড়ুন
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা
মাহী বি চৌধুরীর বিরুদ্ধে মামলা করছে দুদক
‘বুকে বল রাখেন, মনোবল হারাবেন না’— ইনুকে সাহস দিলেন দীপু মনি