নাটোর প্রতিনিধি:
নাটোরে বাল্যবিবাহ নিরোধ ঘন্টায় নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীরা শপথ গ্রহন করেছেন। মহিলা বিষয়ক অধিদপ্তর নাটোর জেলা কার্য্যলয়ের আয়োজনে
বুধবার (১৫সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় চত্তরে ‘বাল্যবিবাহ নিরোধ ঘন্টা’ উম্ভাবনী উদ্যোগের আওতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এতে নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদের সভাপতিত্বে এ শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া।
এ সমাবেশে অন্যান্যদের মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফজলুর রহমান এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।
‘বাল্যবিবাহ নিরোধ ঘন্টা’ উম্ভাবনী উদ্যোগের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর স্কুল পর্যায়ে আয়োজিত এই সমাবেশে বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর ৮০জন শিক্ষার্থী শপথ বাক্য পাঠ করে বাল্যবিবাহকে ‘না’ বলেন।
সমাবেশে বক্তারা বলেন, বাল্যবিবাহের মাধ্যমে শিশুরা মানসিক এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হয়, অপার সম্ভাবনাময় শিশুর জীবন রুদ্ধ হয়ে যায়। তাই সমাজের এ ব্যাধি থেকে শিশুদের রক্ষা করতে হবে, বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে।
আরও পড়ুন
বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন
অসহায় তিন নারীর মুখে ফুটল আশার হাসি — প্রতিশ্রুতি রাখলেন কায়কোবাদ
টাঙ্গাইলে ব্যাটারি রিকশার দাপট: বাড়ছে দুর্ঘটনা ও যানজট