মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের আলিম পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৬১ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের সঙ্গে একযোগে এই ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট অথবা এসএমএসের মাধ্যমে।
চলতি বছরে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার হয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় এ হার ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।
এনএনবাংলা/
আরও পড়ুন
প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার উচ্চমাধ্যমিকে অকৃতকার্য!
রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৯.৮৩ শতাংশ, চলছে গণনা
শিক্ষকদের ‘মার্চ টু যমুনা’ স্থগিত, আগামীকাল অনশনের কর্মসূচি ঘোষণা