আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য ১০০ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
চেয়ারম্যান মঞ্জু বলেন, “নতুন দল হিসেবে এবারের নির্বাচন আমাদের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা। আজ আমরা শতাধিক প্রার্থীর নাম ঘোষণা করছি। তবে জনগণের মনে এখনও নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে সন্দেহ রয়েছে। বিভিন্ন দল যেভাবে মতভেদ প্রকাশ করছে, তাতে অন্তর্বর্তী সরকারের আরও শক্তিশালী ভূমিকা নেওয়া জরুরি।”
তিনি আরও বলেন, “সরকার দৃঢ় না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আমাদের দল সর্বোচ্চ সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে একটি মধ্যপন্থী জোট গঠনের প্রয়াসও চলমান থাকবে, যা শুধু নির্বাচনের জন্য নয়, জুলাইয়ের ঐক্য ও অঙ্গীকার রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ।”
ব্যারিস্টার ফুয়াদ মন্তব্য করেন, “এই সরকার গণঅভ্যুত্থানের সরকার হলেও কেউ কেউ এটিকে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আওতাধীন বলে হেয় করার চেষ্টা করে। মুসলিম লীগ ও আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিলেও রাজনৈতিক ভুলের কারণে ইতিহাসে তাদেরকে ভিলেন হিসেবে চিহ্নিত করা হয়েছে।”
এনএনবাংলা/

আরও পড়ুন
‘মেড ইন বাংলাদেশ’ এখন মর্যাদার প্রতীক: সৈয়দা রিজওয়ানা
তারেক রহমান কেন আসছেন না, এ প্রশ্ন খুব অরুচিকর: আসিফ নজরুল
খুব শিগগিরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে হয় না: রুমিন ফারহানা