চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকায় অবস্থিত অ্যাডামস ক্যাপ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ ঘণ্টা পার হলেও আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আটতলা এই ভবনে আগুন লাগে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আগুন নেভাতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা যৌথভাবে কাজ করে যাচ্ছেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ১৫টি ইউনিট শুরুতে কাজ শুরু করলেও পরবর্তীতে নৌবাহিনী ও বিমানবাহিনীর সহায়তায় ইউনিটের সংখ্যা বেড়ে ২০-এ দাঁড়িয়েছে।
আগুনের তীব্রতায় ভবনের কয়েকটি দেয়াল ও ওপরের তলা ভেঙে পড়েছে। এ পর্যন্ত ভবনের অন্তত দুইটি তলা সম্পূর্ণ পুড়ে গেছে এবং আগুন নিচের তলাগুলোতেও ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের ফলে তীব্র ধোঁয়ায় গোটা ভবন এলাকা অন্ধকার হয়ে পড়েছে। আগুনের উত্তাপে পাশের বেশ কয়েকটি কারখানার ভবন অতিরিক্ত গরম হয়ে পড়ায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থায় পানি ছিটিয়ে ভবনগুলো শীতল রাখার চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের দাপট ও একের পর এক বিস্ফোরণের কারণে নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। আশপাশের কারখানাগুলোকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) নির্বাহী পরিচালক আবদুস সুবাহান জানান, ভবনটিতে প্রায় ৭০০ শ্রমিক কাজ করেন, তবে দ্রুত সরিয়ে নেওয়ায় কেউ আহত হননি। তিনি বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গেই শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাই হতাহতের আশঙ্কা নেই।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
তারেক রহমান এখনো ভোটার হননি: ইসি সচিব
শাহজালাল বিমানবন্দরে ৪ নারী যাত্রী থেকে ১০২টি মোবাইল জব্দ
ব্রিটিশ গণমাধ্যমে লেবার এমপি টিউলিপের কারাদণ্ডের খবর