অনলাইন ডেস্ক :
বলিউডের ‘রোমান্স কিং’খ্যাত অভিনেতা শাহরুখ খান। ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় পরিচালক অ্যাটলির পরবর্তী সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। এদিকে ‘লায়ন’ নামের এই সিনেমার জন্য নয়নতারা প্রথম পছন্দ ছিলেন না। শাহরুখের বিপরীতে অভিনয়ের জন্য সামান্থা রুথ প্রভুকে প্রস্তাব দিয়েছিলেন নির্মাতা। কিন্তু এই অভিনেত্রী প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, ‘লায়ন’ সিনেমাটি ব্যাংক ডাকাতির গল্প নিয়ে। ‘মানি হাইস্ট’ ওয়েব সিরিজের অনুকরণে এটি তৈরি হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি নির্মাতারা। তবে ভক্তদের ধারণা, বড় কোনো চমক নিয়েই হাজির হবেন শাহরুখ ও অ্যাটলি। ‘লায়ন’ সিনেমাটিতে শাহরুখ-নয়নতারা ছাড়াও আছেন প্রিয়ামণি, সুনীল গ্রোভার, সানায়া মালহোত্রা, যোগী বাবু প্রমুখ।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত