চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার যে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটির অগ্নিনিরাপত্তা সনদই ছিল না। ভবনটির দুই পাশে পর্যাপ্ত ফাঁকা জায়গা না থাকায় আগুন নেভাতেও ফায়ার সার্ভিসকে চরম বেগ পেতে হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ভবনটির অগ্নিনিরাপত্তা সনদ পেতে কেবল আবেদন করা হয়েছিল, তবে এখনো নিয়ম অনুযায়ী পরিদর্শন সম্পন্ন হয়নি। তার আগেই এই দুর্ঘটনা ঘটেছে। ভবনের আশপাশে পর্যাপ্ত জায়গা না থাকায় দুই পাশ দিয়ে আগুন নেভানোর সুযোগ পাইনি। বাকি দুই পাশ থেকে আমরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি।’
এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সিইপিজেড এলাকার ওই আটতলা ভবনের সপ্তম তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে সকাল পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে যায়। আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল