জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান থেকে দূরে থাকা কয়েকটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘কিছু কিছু দল ডিস্টার্ব করছে। তারা সব সময়ই এমনটা করে। আমরা লক্ষ্য রাখছি।’
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনে আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন,‘আমরা আশা করছি, গণতান্ত্রিক উত্তরণের পথে আজকের দিনটি একটি বড় অগ্রগতি হিসেবে চিহ্নিত হবে। কিছু কিছু দল আজ অনুষ্ঠানে আসেনি, সেটিও তাদের ডিস্টার্ব করার অংশ। তবে আমরা বিষয়টি লক্ষ্য রাখছি।’
তিনি আরও জানান, ‘সব দলের সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। শেষ মুহূর্তে কারও অনুপস্থিতি দুঃখজনক, তবে এতে প্রক্রিয়াটি থেমে থাকবে না।’
বিকেল ৪টায় অনুষ্ঠিত ওই স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি-জামায়াত, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেন এবং তার সঙ্গে আরও কয়েকজন সিনিয়র নেতা অংশ নেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
‘ভোট দিলে স্বর্গে যাবেন’ বলে মানুষকে বোকা বানানো হচ্ছে: জাহিদ হোসেন
শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, ঢাকাগামী ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়
শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত