October 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 18th, 2025, 3:15 pm

‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’

 

সংসদ ভবন এলাকায় শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে যে বিশৃঙ্খলা দেখা দেয়, তার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “জুলাই যোদ্ধা” নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকাল সংসদ ভবন এলাকায় যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তা অত্যন্ত দুঃখজনক। প্রকৃত জুলাই যোদ্ধারা এমন কাজ করতে পারে না।”

এর আগের দিন শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হয়। দীর্ঘ আট মাসের সংলাপ ও মতৈক্যের প্রক্রিয়া শেষে বহুল প্রত্যাশিত এ সনদে স্বাক্ষর করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৪টি রাজনৈতিক দলের প্রতিনিধি।

তবে মতপার্থক্যের কারণে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) পাঁচটি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করেনি।

এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, “এনসিপিসহ কয়েকটি দলের সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত আগামী নির্বাচনে তেমন প্রভাব ফেলবে না। এখনো সনদে স্বাক্ষরের সুযোগ উন্মুক্ত রয়েছে। আশা করি, এনসিপিসহ বাকি দলগুলোও শিগগিরই এতে যোগ দেবে।”

তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্রের চর্চা, ধৈর্য ও সহনশীলতার মনোভাব বজায় রেখে সবাইকে এগিয়ে যেতে হবে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক শালীনতা ও সহনশীলতা রক্ষা করাই এখন সবচেয়ে জরুরি।”

এনএনবাংলা/