শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করছে, এবং আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। আগুনের তীব্রতার কারণে রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকেও অতিরিক্ত ৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
অগ্নিকাণ্ডের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই চট্টগ্রাম ও কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করেছে। এছাড়া ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কিছু আন্তর্জাতিক ফ্লাইট ট্যাক্সিওয়েতে আটকা পড়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগো ৬ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। ব্যাংকক থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করেছে। দিল্লি থেকে ঢাকা আসা ইন্ডিগোর ফ্লাইট কলকাতায় অবতরণ করেছে। এছাড়া এয়ার এরাবিয়ার শারজাহ থেকে ঢাকা আসা ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। হংকং থেকে আসা ক্যাথে প্যাসিফিকের বিমানটি অবতরণ করতে না পেরে আকাশে চক্কর দিচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটও চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস–বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, কার্গো সেকশনের পাশের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও বিমানবন্দরের দায়িত্বরতরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ বলেন, “দুপুর আড়াইটার সময় হঠাৎ আগুন লাগার পর সংশ্লিষ্ট সবাই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এনএনবাংলা/
আরও পড়ুন
বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, নিহত হয়নি কেউ: ফায়ার সার্ভিসের মহাপরিচালক
ঢাকাগামী ৯টি ফ্লাইট গেল চট্টগ্রাম ও সিলেটে : শাহজালাল বিমানবন্দরে আগুন
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা : সিইসি