বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যারা বর্তমানে ভোটারদের বলছে তাদের ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে, তারা শুধুই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হিলির ফকিরপাড়ায় বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, “যার হিসাব সেই ব্যক্তিকেই দিতে হবে, আর ক্ষমা করার একমাত্র অধিকার আল্লাহর। পৃথিবীতে আর কোনো মানুষের সেই ক্ষমতা নেই। অনেকেই বিভিন্ন প্রলোভন দেখাবে, লোভ দেখাবে। কিন্তু কোনো প্রলোভনে পা দেবার প্রয়োজন নেই। আপনার বিশ্বাস ও মনপছন্দ প্রার্থীর জন্য নির্ভয়ে ভোট দিন।”
এ সময় তিনি বিভিন্ন রোগে আক্রান্ত কয়েকজনের চিকিৎসাসেবা প্রদান করেন এবং দুই শিশুর যাদের বিরল রোগ আছে, তাদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
এনএনবাংলা/
আরও পড়ুন
বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, নিহত হয়নি কেউ: ফায়ার সার্ভিসের মহাপরিচালক
ঢাকাগামী ৯টি ফ্লাইট গেল চট্টগ্রাম ও সিলেটে : শাহজালাল বিমানবন্দরে আগুন
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা : সিইসি