বিশ্বজুড়ে চর্চার কেন্দ্রে এখন পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কয়েক মাস ধরেই তাদের ঘনিষ্ঠতার গুঞ্জন ভেসে আসছিল, তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে কেটির ব্যক্তিগত ইয়টে তাদের চুম্বনরত ছবি প্রকাশ্যে আসার পর থেকে আলোচনায় আরও গতি এসেছে।
বেশিরভাগ নেটিজেনের মতে, কেটি ও ট্রুডোর বন্ধুত্ব এখন পরিণত হয়েছে রোমান্সে। যদিও দুজনের কেউই এখনো প্রকাশ্যে সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি, তবে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তাদের সম্পর্ক কেবল বন্ধুত্বের সীমায় নেই।

প্রথম দেখা মন্ট্রিয়লে
‘পিপল’ সাময়িকীর সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে কানাডার মন্ট্রিয়লে প্রথম দেখা হয় কেটি ও ট্রুডোর। তখন কেটি তাঁর “লাইফটাম ট্যুর”-এ ব্যস্ত ছিলেন এবং অভিনেতা অরল্যান্ডো ব্লুম–এর সঙ্গে বিচ্ছেদের পর কঠিন সময় পার করছিলেন। নতুন সম্পর্কে জড়ানোর কোনো পরিকল্পনা না থাকলেও ট্রুডোর সঙ্গে প্রথম সাক্ষাতেই নাকি এক ধরনের ‘সংযোগ’ তৈরি হয়।
সূত্রটির বরাতে জানা গেছে, ট্রুডো কেটিকে আকর্ষণীয় মনে করেন এবং শুরু থেকেই ভদ্র ও শ্রদ্ধাশীল আচরণ করেছেন। সেই থেকেই নিয়মিত যোগাযোগ রাখেন কেটির সঙ্গে, এমনকি দেখা করতে ক্যালিফোর্নিয়ায়ও গেছেন তিনি।
আরেকটি সূত্র জানায়, শুরু থেকেই তাদের মধ্যে বিশেষ এক রসায়ন কাজ করছিল। বর্তমানে কেটি তাঁর বিশ্ব সফরে ব্যস্ত, আর ট্রুডো প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পর নিজের নতুন জীবন নিয়ে ভাবছেন। দুজনেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনার স্বপ্ন দেখেন—এই অভিন্ন আদর্শই তাদের কাছাকাছি এনেছে।

রোমান্সের প্রমাণ ফাঁস ছবিতে
গত রোববার সান্তা বারবারার উপকূলে ইয়টে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। সামাজিক মাধ্যমে অনেকে বলছেন, বন্ধুত্বের সীমানা পেরিয়ে এখন সম্পর্কটি অনেক গভীরে পৌঁছেছে।
অতীত সম্পর্ক
২০১৬ সালে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্কে জড়ান কেটি পেরি। ২০২০ সালের আগস্টে তাদের ঘরে জন্ম নেয় কন্যা সন্তান ডেইজি ডাভ ব্লুম। চলতি বছরের জুনে তাদের বিচ্ছেদ হয়। অন্যদিকে, ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়্যার ২০২৩ সালে আলাদা হন। তাঁদের তিন সন্তান—জেভিয়ার (১৭), এলা গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১)।

এখন দেখা যাক, আলোচিত এই সম্পর্ক কতদূর গড়ায়—বন্ধুত্বেই সীমাবদ্ধ থাকে, নাকি পরিণতি পায় নতুন এক ভালোবাসার গল্পে।
এনএনবাংলা/
আরও পড়ুন
রিশাদের ঘূর্ণি জাদুতে বাংলাদেশের দাপুটে জয়
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা : সিইসি
‘শাপলা চত্বরের শহীদদের নাম স্বর্ণাক্ষরের লিখে যেতে চাই’