October 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 19th, 2025, 2:19 pm

বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকবেন না: ইসি আনোয়ারুল

 

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে কোনো বিতর্কিত ব্যক্তি নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।

রবিবার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইন্সে ‘নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইসি আনোয়ারুল বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, “সবার সহযোগিতায় একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতের মতো নির্বাচনের সুযোগ আর নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।”

তিনি আরও জানান, সংবিধান ও প্রযোজ্য আইনের আলোকে প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় তা কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, “সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যই আমার বক্তব্য।”

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এবং সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/