আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকরা যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পহেলা নভেম্বর থেকে পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ দেওয়া হবে। তবে সেখানে রাত্রিযাপনের অনুমতি দেওয়া হবে কি না, তা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।”
এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে নয় মাসের জন্য দ্বীপটিতে পর্যটক প্রবেশ বন্ধ ছিল। ফলে দীর্ঘ সময় ধরে পর্যটন খাত স্থবির হয়ে পড়ে এবং পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ থাকে। যাতায়াত বন্ধ থাকায় জেটিঘাট এখনো সুনসান, কর্মহীন সময় পার করছেন জাহাজের কর্মচারীরা।
সরকার জানায়, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি দ্বীপটিকে স্থানীয় জনগণকেন্দ্রিক টেকসই পর্যটন অঞ্চলে রূপান্তরের উদ্যোগও চলছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
‘জামায়াতের পিআর আন্দোলন একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা’
শিক্ষকদের দাবি না মানলে ফ্যাসিস্টের চেয়েও খারাপ পরিণতি হবে: সাদিক কায়েম
চট্টগ্রাম বন্দরে ধর্মঘট-কর্মবিরতিতে পণ্যজট, ডেলিভারি কমে এক-তৃতীয়াংশ