হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত নন-শিডিউল ফ্লাইটগুলোর সব ধরনের খরচ আগামী তিন দিন মওকুফ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আট নম্বর কার্গো গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা জানান, শনিবার বেলা সোয়া দুইটার দিকে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের প্রায় ছয় ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে আটটার মধ্যে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পণ্যের ওজনসহ খাতভিত্তিক ক্ষতির বিশ্লেষণ কাজ চলছে।
তিনি আরও জানান, ঘটনাটির পরিপ্রেক্ষিতে করণীয় নির্ধারণের জন্য আজ বিকেল সাড়ে তিনটায় একটি আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করা হয়েছে। তিনি বলেন, “আমাদের প্রতিশ্রুতি ছিল রাত ৯টার মধ্যে বিমানবন্দর চালু করা— আমরা তা করতে সক্ষম হয়েছি।”
অগ্নিকাণ্ডের কারণে প্রায় ২১টি ফ্লাইট বাতিল ও ডাইভার্ট করতে হয়েছে বলে জানান শেখ বশির উদ্দিন। তিনি বলেন, “যাত্রীদের দুর্ভোগ কমাতে আমরা বিশেষ পদক্ষেপ নিয়েছি। আগামী তিন দিন নন-শিডিউল ফ্লাইটগুলোর সব খরচ মওকুফ করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের খাবার, থাকা ও সেবার দায়িত্বও আমরা নিয়েছি।”
তবে একসঙ্গে একাধিক ইস্যু সামলাতে হওয়ায় কিছু ব্যত্যয় ঘটতে পারে বলে তিনি উল্লেখ করেন। যাত্রীদের প্রতি দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, “যাত্রী সাধারণ যে কষ্ট পেয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
এনএনবাংলা/
আরও পড়ুন
শিক্ষকদের দাবি না মানলে ফ্যাসিস্টের চেয়েও খারাপ পরিণতি হবে: সাদিক কায়েম
চট্টগ্রাম বন্দরে ধর্মঘট-কর্মবিরতিতে পণ্যজট, ডেলিভারি কমে এক-তৃতীয়াংশ
ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি হতে পারে: বিজিএমইএ