October 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 19th, 2025, 3:50 pm

জুলাই সনদে স্বাক্ষর করলো গণফোরাম

 

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার পর জাতীয় সংসদের এলডি হলে দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সনদে স্বাক্ষর করেন।

এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য) মনির হায়দার।

এর আগে, গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন ২৪টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। তবে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চারটি বামপন্থী দল ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল না। সেদিন অনুষ্ঠানে উপস্থিত থেকেও সনদে সই করেনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম।

পরে গণফোরামের পক্ষ থেকে জানানো হয়, জুলাই জাতীয় সনদের খসড়ায় সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেওয়ার একটি সুপারিশ করা হয়েছিল। ওই সুপারিশটি প্রত্যাহার না করলে তারা সনদে স্বাক্ষর করবে না।

যদিও স্বাক্ষর অনুষ্ঠানের আগেই কমিশন সুপারিশটি চূড়ান্তভাবে প্রত্যাহার করে নেয়, কিন্তু বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো না হওয়ায় সেদিন সনদে স্বাক্ষর করেনি গণফোরাম।

পরবর্তীতে শুক্রবার রাতে দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে গণফোরাম পরে সনদে স্বাক্ষর করবে। তারই ধারাবাহিকতায় আজ গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

এনএনবাংলা/