বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) বাড়িভাড়া ভাতা ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্তের পর আন্দোলনরত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ রক্ষায় সচেষ্ট। বাড়িভাড়া ভাতার ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, সেটি সেই ধারাবাহিকতার অংশ।”
তিনি আরও বলেন, “আমরা মনে করি শিক্ষক সমাজের পাওনা আরও বেশি হওয়া উচিত। তবে বর্তমান অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে যতটা সম্ভব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় যেটুকু বরাদ্দ দিয়েছে, সেটি আমরা সর্বোচ্চ প্রচেষ্টায় বাস্তবায়নের চেষ্টা করেছি। আশা করছি, এখন আন্দোলনরত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষাকার্যক্রম স্বাভাবিক হবে।”
চৌধুরী রফিকুল আবরার বলেন, “যেসব প্রতিষ্ঠানে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে, সেখানে শিক্ষকরা যেন দায়িত্বশীলতার সঙ্গে কাজে ফেরেন—এটাই আমাদের প্রত্যাশা। আমরা যতটুকু করতে পেরেছি, শিক্ষক সমাজ সেটি গ্রহণ করবেন বলে বিশ্বাস করি।”
এদিকে, অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়েছে যে, বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত নভেম্বর মাস থেকে কার্যকর হবে।
তবে শিক্ষকরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। তারা জানিয়েছেন, ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা গ্রহণযোগ্য নয় এবং তারা পূর্ব ঘোষিত অনশনসহ সব ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
শিক্ষকদের দাবি না মানলে ফ্যাসিস্টের চেয়েও খারাপ পরিণতি হবে: সাদিক কায়েম
চট্টগ্রাম বন্দরে ধর্মঘট-কর্মবিরতিতে পণ্যজট, ডেলিভারি কমে এক-তৃতীয়াংশ
ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি হতে পারে: বিজিএমইএ