দেশের বিভিন্ন স্থানে পরপর অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছে সরকার। রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দীন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম উপস্থিত আছেন।
এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নিচ্ছেন।
গত কয়েক দিনে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৪ অক্টোবর রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ীতে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায়, ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় এবং সর্বশেষ শনিবার (১৮ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগে।
এমন ধারাবাহিক অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতার সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখতেই আজকের বৈঠক ডাকা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
‘জামায়াতের পিআর আন্দোলন একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা’
শিক্ষকদের দাবি না মানলে ফ্যাসিস্টের চেয়েও খারাপ পরিণতি হবে: সাদিক কায়েম
চট্টগ্রাম বন্দরে ধর্মঘট-কর্মবিরতিতে পণ্যজট, ডেলিভারি কমে এক-তৃতীয়াংশ