October 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 19th, 2025, 6:45 pm

৫২তম উপ-আঞ্চলিক গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা

রংপুর ব্যুরো:

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের লক্ষ্যে  স্কুল মাদ্রাসা ও কারিগরী শিক্ষা   ৫২তম উপ-আঞ্চলিক গ্রীষ্মকালীন   সাঁতার প্রতিযোগিতা  রোববার  সকালে  রংপুর সহিদ আবু সাইদ  সুইমিং পুলে অনুষ্ঠিত হয়।

বালক ও বালিকা গ্রুপের ২২টি ইভেন্টে রংপুর বিভাগের ৮ জেলার ২০০ ছাত্র ছাত্রী এ সাতাঁর প্রতিযোগিতায় অংশ নেয়। নীলফামারীর দারুল হুদা উচ্চ বিদ্যালয় সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগি পুরস্কার লাভকারয় উপ আঞ্চলিক চ্যাম্পয়ন হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মো আমির আলী প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন।জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আশরাফী। এদিকে রংপুর জিলা স্কুল মাঠে   ৫২তম উপ-আঞ্চলিক গ্রীষ্মকালীন খেলাধুলায় গতকাল শনিবার  অনুষ্ঠিত  ফুটবল বালকে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কুমরগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন হয় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জনগাঁও উচ্চ বিদ্যালয়। তারা দিনাজপুরে বীরগঞ্জ আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে এগৌরব অর্জন করে। হ্যান্ডবল বালকে পঞ্চগড় বি পি সরকারি উচ্চ বিদ্যালয় বালিকা হ্যান্ডবলে একই জেলার তেতুলিয়া কাজী সাহাব উদ্দিন বালিকা বিদ্যালয় ও কলেজ চ্যাম্পিয়ন হয়।কাবাডি বালকে লালমনিরহাটের পাটগ্রাম আউলিয়া হাট কাজী নিজামিয়া আলিম মাদ্রাসা এবং কাবাডি বালিকাদের খেলায় নীলফামারীর সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে  শনিবার সন্ধ্যায় প্রতিযোগিদের মধ্যে  পুরস্কার বিতরণ  করেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ তৌহিদুল ইসলাম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক মোছাঃ রোকসানা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ আমিনুল হক।