বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবির প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়েছেন, শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নিলে ফ্যাসিস্টদের চেয়েও ভয়াবহ পরিণতি হবে।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
এর আগে বিকেলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী এক ফেসবুক পোস্টে সাদিক কায়েমের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
শহীদ মিনারে অনশনস্থলে উপস্থিত হয়ে সাদিক কায়েম বলেন, “আমাদের শিক্ষকদের ওপর জুলুম-অত্যাচার বন্ধ করুন। আগুন নিয়ে খেলবেন না। এমন ঝড় উঠবে, যা সরকার সামলাতে পারবে না।”
আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ডাকসু ভিপি আরও বলেন, “আমরা টানা আট দিন ধরে আন্দোলন করছি, তবু এখনো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ দেখতে পাচ্ছি না। প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের অনেকেই শিক্ষক — কিন্তু শিক্ষক হয়েও তারা শিক্ষকদের বঞ্চনার কষ্ট অনুভব করতে পারছেন না। যদি তা না পারেন, তবে তাদের এই পদে থাকার কোনো যৌক্তিকতা নেই।”
তিনি আশা প্রকাশ করেন, “যারা শিক্ষকদের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, তাদের সঙ্গে সরকারের উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত বসবেন এবং এই ন্যায্য দাবিগুলোর বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবেন।”
শিক্ষকদের আন্দোলনের প্রতি একাত্মতা জানিয়ে সাদিক কায়েম বলেন, “শহীদ আবু সাইদের উত্তরসূরি হিসেবে ডাকসু শিক্ষকদের পাশে আছে। বিজয় আসবেই, ইনশাআল্লাহ।
এনএনবাংলা/
আরও পড়ুন
‘জামায়াতের পিআর আন্দোলন একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা’
চট্টগ্রাম বন্দরে ধর্মঘট-কর্মবিরতিতে পণ্যজট, ডেলিভারি কমে এক-তৃতীয়াংশ
ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি হতে পারে: বিজিএমইএ