সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে সোনাইমুড়ী হামিদিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোতাহের হোসেন মানিক।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মুনীরের সভাপতিত্বে সহকারী অধ্যাপক ইউছুফ ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও চাষিরহাট ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ মোল্লা।
বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি ও অভিভাবক বেলাল হোছাইন ভূঁইয়া সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কোরআন তেলাওয়াত, হামদ-নাথ, ইসলামী সংগীত, আজান, কবিতা আবৃত্তি, বক্তৃতা, সুন্দর হাতের লেখা ক্যাটাগরিতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

আরও পড়ুন
ডিমলার বুড়িতিস্তা নদী খনন ঘিরে উত্তেজনা, আনসার ক্যাম্পে হামলা-ভাঙচুর
নাসিরনগর মৎস্য অধিদপ্তরের মাছচাষিদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া: সাপাহার উপজেলা বিএনপির শোক ও স্মৃতিচারণ সভা