ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে আনুমানিক ১ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।
সোমবার (২০ অক্টোবর) আয়োজিত এক ব্রিফিংয়ে ইএবি এ তথ্য জানায়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, প্রাথমিক ধারণা অনুযায়ী, বিমানবন্দরের ওই অগ্নিকাণ্ডে আর্থিক ক্ষতির পাশাপাশি দেশের ভাবমূর্তিতেও বড় ধরনের ধাক্কা লেগেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
গত শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত হয়। প্রায় ২৭ ঘণ্টা পর কঠোর প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ইতোমধ্যে এ ঘটনার কারণ অনুসন্ধানে সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে।
আরও পড়ুন
চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার
এস আলম ও তার পরিবারের ৮০০ কোটি টাকার শেয়ার জব্দের নির্দেশ
সেন্ট্রাল এশিয়া ভলিবল টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য শিরোপা