জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার এক ছাত্রীকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ওই ছাত্রীর পরিবারের সদস্যসহ আরও কয়েকজনকে থানায় নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত দুই যুবককে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে চলছে জোর অভিযান।
এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বংশাল থানা ও আরমানিটোলায় জুবায়েদের বাসার সামনে বিক্ষোভ করেছেন। তারা দ্রুত খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম ঘটনাটিকে সুপরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রতিদিনের মতো বৃহস্পতিবারও জুবায়েদ টিউশনি করতে পুরান ঢাকার আরমানিটোলায় যান। পুলিশ ধারণা করছে, খুনিরা আগে থেকেই তাকে টার্গেট করেছিল। সুযোগ পেয়ে তারা জুবায়েদকে হত্যা করে পালিয়ে যায়।
পরে আরমানিটোলার নুর বক্স লেন এলাকা থেকে জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে অংশ নেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৬০ হাজার
বগুড়ায় সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলা