October 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 20th, 2025, 3:21 pm

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করবে বিএনপি: এ্যানি

 

বিএনপি সরকার গঠন করলে দেশের সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সংগঠনের আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, “তারেক রহমান ও বিএনপি সবসময় শিক্ষকদের সামাজিক মর্যাদা রক্ষায় অগ্রাধিকার দিয়ে এসেছে।” একই সঙ্গে নয় দিন ধরে সুশৃঙ্খলভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি।

সরকারের বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ওই মহাসমাবেশে অংশ নেন। বক্তারা জানান, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরবেন না।

এর আগে, রবিবার (১৯ অক্টোবর) শিক্ষকদের ‘ভুখা মিছিল’ কর্মসূচিতে পুলিশি বাধার মুখে পড়লে শিক্ষক নেতারা আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির কর্মসূচির ঘোষণা দেন।

শিক্ষক আন্দোলনের সঙ্গে বিএনপিসহ গণ অধিকার পরিষদ, এনসিপি এবং আরও কয়েকটি রাজনৈতিক দল একাত্মতা প্রকাশ করেছে। শিক্ষক নেতারা জানিয়েছেন, তিন দফা দাবি পূরণের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এনএনবাংলা/