দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দেড় লাখ পুলিশ সদস্যও মাঠে থাকবেন। আর ভোটের দিন সারাদেশে দায়িত্ব পালন করবে সাড়ে ৫ লাখ আনসার সদস্য।
সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে’ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
লুট হওয়া অস্ত্রের বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় ৮৫ শতাংশ অস্ত্র উদ্ধার হয়েছে, বাকি অংশ উদ্ধারের কাজ চলছে।
তবে বৈঠকে সম্প্রতি দেশে ঘটে যাওয়া কয়েকটি বড় অগ্নিকাণ্ড নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান ইসি সচিব।
এনএনবাংলা/
আরও পড়ুন
সাড়ে তিন মাস পর ম্যাচ খেলতে থাইল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল
সেন্ট্রাল এশিয়া ভলিবল টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য শিরোপা
রংপুরে টেকসই নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত