সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
বি এ হ্যান্ড ওয়াসিং হিরো, হাত ধোয়ার হিরো হন”প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ^ হাত ধোয়া দিবস উদ্যাপন করা হয়েছে।
দিবসটি উদ্যাপনে সোমবার সকাল ১০টায় সাপাহার উপজেলা পরিষদ হতে নির্বাহী অফিসার সেলিম আহমেদ এর সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সাপাহার সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া কার্য প্রদর্শন করা হয়। এতে ক্ষুদে শিক্ষার্থী ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন সকলের অবগতি ও জানার জন্য হাত ধোয়া কার্য প্রদর্শন করেন। এসময় জনস্বাস্থ্য বিভাগের উপ সহকারী প্রকৌশলী মো: আ: গাফ্ফার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহেদুল্লাহ,সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
নাসিরনগরে ৫০ জন সমাজভিত্তিক সংগঠনের সদস্যের মাঝে সাইলো বিতরণ
জয়পুরহাটে বিসিআইসি সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
খুলনায় নিমকো’র আয়োজনে গণমাধ্যমকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা