October 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 20th, 2025, 7:00 pm

নির্বাচন বিরোধী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে-প্রিন্স

Oplus_16908288

 

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

বিএনপি জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিকারীরা দেশ ও জনগণের শত্রু, কেউ যদি ভেবে থাকেন এসব করে নির্বাচন বিলম্বিত বা ঠেকানো যাবে বা ফ্যসিবাদকে ফিরিয়ে আনা যাবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছেন।

তিনি আজ (২০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌরশহরের মহিলা মার্কেট প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিটের হালুয়াঘাট নিবাসী অর্ধ শতাধিক নেতাকর্মীদের জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

অনুষ্ঠানে তিনি বলেন, ফেব্রুয়ারীতে নির্বাচন অবশ্যম্ভাবী। অন্যথায় দেশ মহা বিপর্যয়ের মধ্যে পড়বে । নির্বাচনকে সফল, সার্থক ও অর্থবহ করতে সকলকে যার যার অবস্থান থেকে প্রস্তুতি নিতে হবে। নির্বাচন বিরোধী শক্তির মুখোশ উন্মোচন করে প্রতিরোধ গড়ে তুলতে হবে । আসলেও তারা নির্বাচন চায় না। আওয়ামী লীগের মতো তারা নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়। নিজেদের ভরাডুবির আশঙ্কায় এবং বিএনপির অবশ্যম্ভাবী বিজয় ঠেকাতে কিছু দল অপতৎপরতা চালাচ্ছে।

জনগণের মালিক মুক্তার সেজে রেজিষ্টেশন ও মার্কা বিহীন দলের নেতারা যখন জিয়া পরিবারকে কটাক্ষ করে বক্তব্য দেয়, তখন পাগলও হাসে। জিয়া পরিবারের সাথে  বিএনপি ও জাতির আবেগ জড়িত। বিএনপি ক্ষমতায় গেলে জিয়া পরিবারের কয়েকজন ক্ষমতায় যাবে একথা বলে বিএনপি ও জাতির আবেগে আঘাত করা হয়েছে । জিয়া পরিবার এই দেশ ও জাতিকে যা দিয়েছে  ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

যোগদানকারীদের স্বাগত জানিয়ে প্রিন্স আরো বলেন, কোটা বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের নির্মম ও চরম দমন নিপিড়নের মুখে আন্দোলন যখন স্থবির হয়ে পড়ছিলো, তখন তারেক রহমান ও বিএনপি গণ অভ্যুত্থানে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে ।

সকল শ্রেণী পেশার ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে আন্দোলনকে গণঅভ্যুত্থানে পরিনত করা বিএনপির প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে।  মুক্তিযুদ্ধের একক দাবীদার সেজে আওয়ামী লীগ যেমন নিজেদের মত মুক্তিযুদ্ধের বয়ান তৈরী করতো, এখন গণ অভ্যুত্থানের একক দাবীদার সেজে অভ্যুত্থানে নেতৃত্বের একাংশ নতুন রাজনৈতিক দল গঠন করে অভ্যুত্থান নিয়ে নিজস্ব বয়ান দেয়া শুরু করেছে। বিএনপিকে অভ্যুত্থানের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা করছে ।

উপজেলা ছাত্র দলের আহবায়ক ও জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি নাঈমুর আরেফিন পাপন এর সভাপতিত্বে ও পৌর ছাত্র দলের আহবায়ক নূরে আলম জনির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, সাবেক ছাত্র নেতা আসাদুজ্জামান আসিফ, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম আর আল আমিন, যোগদানকারীদের পক্ষে ময়মনসিংহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক প্রকৌশলী দেলোয়ার হোসেন রতন, সোহাগ মিয়া  , রাকিব খান, হালুয়াঘাট উপজেলা এনসিপির সদস্য নাসির উদ্দিন বাপ্পী প্রমুখ বক্তব্য রাখেন।