October 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 20th, 2025, 7:05 pm

বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ ৭ দফা দাবীতে রংপুরে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান

রংপুর ব্যুরো:

বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ ৭ দফা দাবীতে রংপুরে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে রংপুরের বিভিন্ন উপজেলাসহ মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা পাবলিক লাইব্রেরী মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি দেয়। এ সময় উপস্থিত ছিলেন, আদর্শ শিক্ষক ফেডারেশন মহানগরের সভাপতি গোলাম মোস্তফা, জেলা সভাপতি আব্দুল গণি, শিক্ষক ও জামায়াত নেতা রায়হান সিরাজীসহ অন্যরা।

এ সময় শিক্ষকরা জানান, স্বাধীনতার পর থেকে একটি টেকসই যুগোপযোগি শিক্ষা নীতিমালা ও কারিকুলাম প্রণয়ন ছিল একটি মৌলিক কাজ। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গণঅভ্যূত্থান পরবর্তী মানুষের চাহিদা, আশা-আকাঙ্খা ও যুগোপযোগি শিক্ষা ব্যবস্থা প্রণয়নের তাগিদে সংস্কার প্রস্তাব ও নানা দাবী উপস্থাপন করেছে। এর মধ্যে বাড়ি ভাড়া বেতনের শতকরা ৪৫ ভাগ করা, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা, শতভাগ উৎসব ভাতা প্রদান, প্রস্তাবিত ১ হাজার ৮৯ ইবতেদায়ী মাদ্রাসা এবং নন-এমপিও শিক্ষকদের চাকুরী ও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা দ্রুত পরিশোধ, বিগত সরকারের আমলে যেসকল এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পাওনা বুঝে পায়নি, তাদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে।