October 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 20th, 2025, 7:11 pm

আন্তর্জাতিক পর্নো সাইটে ভিডিও প্রকাশ: বাংলাদেশি দম্পতি গ্রেপ্তার

 

আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে কনটেন্ট প্রকাশ করে বিতর্ক সৃষ্টি করা সেই বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (১৯ অক্টোবর) বান্দরবান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান।

গ্রেপ্তার দম্পতির নাম আজিম ও বৃষ্টি। সিআইডির প্রাথমিক তথ্যমতে, তারা দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফিক ভিডিও তৈরি করে বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইটে আপলোড করছিলেন। এসব কনটেন্ট প্রকাশের মাধ্যমে তারা দেশের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেন বলে জানিয়েছে সংস্থাটি।

পুলিশ জানায়, আজিমের বাড়ি চট্টগ্রামে এবং তার বিরুদ্ধে ওই জেলার এক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তিনি এর আগেও একবার ওই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। তার স্ত্রী বৃষ্টির বাড়ি মানিকগঞ্জ জেলায়।

বিদেশি সাইটে ভিডিও দেওয়া পর্নো দম্পতি আজিম-বৃষ্টি

দাম্পত্য জীবনে তারা যৌথভাবে পর্নো কনটেন্ট তৈরি করে বিভিন্ন পেইড ওয়েবসাইটে প্রকাশ করতেন। সাইবার গোয়েন্দারা বিষয়টি নজরে আনলে তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে সিআইডি। পরে বান্দরবানে অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা করার প্রস্তুতি চলছে।

এর আগে, অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট তাদের কার্যক্রম নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনের সূত্র ধরেই সিআইডি অভিযান চালিয়ে দম্পতিটিকে গ্রেপ্তার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, শুধু নিজেরাই পর্ন ভিডিও তৈরি করা নয় বরং আরও মানুষদেরকে এ জগতে সম্পৃক্ত করার মতো বেআইনি কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে। ইতোমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে এই যুগল পর্ন-তারকা নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এসব তথ্যেই উঠে আসে, গ্রেফতার মুহাম্মদ আজিম ও বৃষ্টি মাত্র এক বছরেই পর্নতারকাদের আন্তর্জাতিক পারফর্মার র‌্যাংকিংয়ে শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছে এবং ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে তাদের অবস্থান অষ্টম।

এনএনবাংলা/