Monday, October 20th, 2025, 7:31 pm

৭ দফা দাবিতে  জয়পুরহাটে আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

জয়পুরহাট প্রতিনিধিঃ

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শিক্ষকদের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতাসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষকরা।

সোমবার বেলা ১২টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে ডিসি অফিসের সামনে  সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম, জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি মাওলানা মাহমুদুল ইসলাম ও সেক্রেটারি তাইফুল ইসলাম ফিতাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

সমাবেশে শিক্ষক নেতারা  সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে ৭ দফা দাবি বাস্তবায়ন করে শিক্ষকদের মর্যাদা ও জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। দেশের শিক্ষাব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে শিক্ষকদের মর্যাদা, সম্মান ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষকদের আর্থিক নিরাপত্তা না থাকলে শিক্ষা কার্যক্রমের মানও ব্যাহত হয়।

পরে জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরীর নিকট স্মারকলিপি জমা দেন শিক্ষক নেতারা।