October 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 20th, 2025, 7:36 pm

শ্রীমঙ্গলে বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

শ্রীমঙ্গলে বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে এক টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর সোমবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে স্থানীয় উন্নয়ন সংস্থা এমসিডা আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। করেন এমসিডা’র সভাপতি মিজানুর রহমান আলম এর সভাপতিত্বে ও প্রজেক্ট ম্যানেজার আমিনুর রশীদের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ, কালীঘাট ইউনিয়ন পরিষদের সচিব সঞ্জয় নায়েক, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, এমসিডা’র এডমিন অফিসার শিরিন বেগম, এবং মনিটরিং অফিসার রিপন মৃধা প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ইউনিয়ন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠানের বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জনগণের মতামত গ্রহণ, বাজেট প্রদর্শন এবং তথ্যপ্রকাশের মাধ্যমে সুশাসন নিশ্চিত করা সম্ভব। সভায় শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।