নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া):
মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আওতাধীন কমিউনিটি বেজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২ টি সিবিও (সমাজভিত্তিক সংগঠন) এর ৫০ জন সদস্যের মাঝে ১০০ সাইলো বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন সমাজভিত্তিক সংগঠনের সদস্যদের মধ্যে এসব সাইলো বিতরণ করেন।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মকবুল হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান শাকিল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাখেশ চন্দ্র পাল,ডাঃ রায়হানুল ইসলাম, প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর ড. শফি উল্লাহ,প্রজেক্ট সাপোর্ট এসিসটেন্ট ফারজানা আক্তারসহ এফএও, মৎস্য অধিদপ্তর এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন জানান, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে বন্যা ঝুঁকিপূর্ণ এলাকার জনগণ যাতে খাবার পানি সংরক্ষণ করতে পারে অথবা সবজি, ধানের বীজ ও মাছের খাদ্য সংরক্ষণ করতে পারে সেজন্য উক্ত প্রকল্প থেকে এই সাইলো দেয়া হয়েছে।
আরও পড়ুন
জয়পুরহাটে বিসিআইসি সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
খুলনায় নিমকো’র আয়োজনে গণমাধ্যমকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা
শ্রীমঙ্গলে বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে সভা অনুষ্ঠিত