আশা জাগিয়েও হৃদয় ভাঙা হার বাংলাদেশের নারী ক্রিকেট দলের। শারমিন সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতির ব্যাটে জয়ের দারপ্রান্তে পৌঁছে গিয়েও শেষ দিকে পরপর উইকেট হারিয়ে শ্রীলঙ্কার কাছে ৭ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে থাকতেই ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো নিগারদের।
সোমবার মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই স্পোর্টস একাডেমিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৪৯.২ ওভারে ২০২ রানে অলআউট হয়। ওপেনার হাসিনি পেরেরা সর্বোচ্চ ৮৫ রান করেন। বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার ৩টি ও রাবেয়া খান ২টি উইকেট নেন।
জবাবে বাংলাদেশ ৪৪ রানে ৩ উইকেট হারালেও সুপ্তা (৬৪) ও জ্যোতি (৭৭) ১৩২ রানের জুটি গড়ে ম্যাচ ঘুরিয়ে দেন। কিন্তু ইনজুরিতে সুপ্তার বিদায় ও শেষ ওভারে চামারি আতাপাথুর চার উইকেট বাংলাদেশকে হারিয়ে দেয়। শেষ পর্যন্ত ১৯৫ রানে অলআউট হয় নিগাররা।
শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল।
এনএনবাংলা/

আরও পড়ুন
অবৈধ মোবাইল বন্ধ হবে ১ জানুয়ারি থেকে
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ডে
‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও সংসদ নির্বাচনে প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি