রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ১৩১ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই মিছিলে অংশগ্রহণ তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকায় পুলিশ তাদের আটক করেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে এই ঝটিকা মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা গ্রেপ্তার হয়েছেন। এদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন:
কক্সবাজার জেলার ডুলাহাজারা ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি এখলাস মিয়া (২৮)
খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউর রহমান (৩৬)
আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও রাজধানীতে দলীয় মিছিল-সমাবেশে অংশ নেওয়া সাইফুল ইসলাম (৪০)
মাদারীপুর সদর উপজেলার যুবলীগের সাবেক আহ্বায়ক জুয়েল আহাম্মেদ রনি (৩৯)
ঝটিকা মিছিলে অংশ নেওয়া মো. রিয়াজ উদ্দিন (৪৯)
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আক্তার হোসেন (৪৭)
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মিছিলে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল, যার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
ত্রিভুজ প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জোবায়েদ: ডিএমপি
ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার