October 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 21st, 2025, 7:28 pm

কমলগঞ্জে শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র দিকনির্দেশনা

 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক মূল্যবোধ জাগ্রতকরণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনা দিয়েছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের গাউছিয়া সোবহানীয়া এরশাদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার নির্বাহী কমিটির সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মাখন চন্দ্র সূত্রধর।

মাদ্রাসার সুপার নাছির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, ৫নং সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ আমিনা বেগম এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সুলেমান হাসান।

মতবিনিময় সভায় ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, ‘শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নয়, একজন আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষা অপরিহার্য। শিক্ষকরা জাতি গঠনের কারিগর, তাই শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষক-শিক্ষার্থী সকলকেই সেই অগ্রযাত্রার অংশ হতে হবে।

সভা শেষে ইউএনও মাদ্রাসার সার্বিক পরিবেশ, পাঠদানের মান ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।’

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাদ্রাসা কমিটির সভাপতি মিসফা উদ্দিন, সদস্য সফিকুল ইসলাম ভূইয়া, শামিম আহমদ, রাজন আবেদীন রাজু, ইমাজ উদ্দীনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ইউএনও’র শিক্ষাবান্ধব মনোভাব ও উদ্যোগকে সাধুবাদ জানান এবং মাদ্রাসার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।