ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়াম থেকে ১০২ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৪৬০ কোটি টাকা) মূল্যের ঐতিহাসিক গয়না চুরি হয়েছে। দেশটির এক প্রসিকিউটর জানিয়েছেন, এসব গয়না শুধু অর্থমূল্যে নয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক থেকেও অমূল্য সম্পদ।
আরটিএল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসিকিউটর লরা বেকো বলেন, ‘চুরি যাওয়া গয়নাগুলোর আর্থিক মূল্য ঘোষণা করা হয়েছে এই আশায় যে চোরেরা হয়তো গয়নাগুলো নষ্ট করার আগে একবার ভাববে। এগুলো গলানো বা ভাঙা হবে ভয়ংকর ভুল।’
চুরি হওয়া গয়নার মধ্যে রয়েছে— ১৮১০ সালে নেপোলিয়ন বোনাপার্ট তার দ্বিতীয় স্ত্রী মারি-লুইজ’কে উপহার দেওয়া এক দুর্লভ পান্নার হার। এতে রয়েছে ৩২টি পান্না ও ১,১৩৮টি হীরা। একই সেটের এক জোড়া কানের দুলও চুরি হয়েছে।
সম্রাজ্ঞী ইউজেনি’র (তৃতীয় নেপোলিয়নের স্ত্রী)একটি টায়রা, যাতে বসানো ছিল ২১২টি মুক্তা ও প্রায় ৩,০০০ হীরা। ২,৪০০ হীরায় অলংকৃত একটি বেল্ট এবং ১৮৫৫ সালের সাদা হীরার একটি ব্রোচ। ফ্রান্সের শেষ রানি মেরি-অমেলি’র নীলকান্তমণির টায়রা, যাতে ছিল ২৪টি নীলকান্তমণি ও ১,০৮৩টি হীরা। সেটের হার ও এক জোড়া দুলের একটি দুলও নিখোঁজ।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নিউনে জানান,‘চোরেরা মাত্র সাত মিনিটে পুরো অভিযান শেষ করে।’ তারা ‘চেরি পিকার’ (ট্রাকের ওপর বসানো হাইড্রোলিক মই) ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’ ব্যবহার করে জানালা ভেঙে ভেতরে ঢোকে এবং সরাসরি ল্যুভরের অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়, ‘এটি নিঃসন্দেহে পরিকল্পিত চুরি। চোরেরা আগেই জাদুঘরটি ভালোভাবে পর্যবেক্ষণ করেছিল।’
চুরির পর ঘটনাস্থলের কাছেই সম্রাজ্ঞী ইউজেনির একটি রাজমুকুট পড়ে থাকতে দেখা যায়। মোটরসাইকেলে পালানোর সময় চোরেরা এটি ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। ৫৬টি পান্না ও ১,৩৫৪টি হীরায় সাজানো এই রাজমুকুট এখন পরীক্ষা করে দেখা হচ্ছে।
প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত উদ্ধার না করা গেলে এসব গয়না চিরতরে হারিয়ে যেতে পারে। মূল্যবান ধাতু ও রত্ন ভেঙে দেশের বাইরে পাচারের আশঙ্কাও রয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে প্যারিসের ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি থেকে একটি সোনার রেপ্লিকা এবং লিমোজের একটি জাদুঘর থেকে ৬৫ লাখ ইউরো মূল্যের পোর্সেলিন চুরি হয়েছিল।
এনএনবাংলা/
আরও পড়ুন
দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৮৩৮৬ টাকা
কাভা কাপ ভলিবলে জয় দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন মিশন শুরু
জেন জি বিক্ষোভে উত্তাল পেরু, রাজধানী লিমায় জরুরি অবস্থা জারি