October 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 22nd, 2025, 5:49 pm

তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ দেখছি: ইসি আনোয়ারুল

ফাইল ফটো

 

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘দুইটা কেয়ারটেকার সরকারের সময় সবচেয়ে বেশি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছি। (পত্রিকার খবরে) এখন দেখছি, তত্ত্বাবধায়ক সরকার তৈরির মতো আবহ তৈরি হচ্ছে। তাই ভয় পাওয়ার কিছু নেই, সব দিক থেকে আপনাদের ব্যাকিং দেওয়া হবে।’

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইউএনওদের অংশগ্রহণে আয়োজিত নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে ‘সবচেয়ে কনসিকোয়েনশিয়াল’ বা গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে উল্লেখ করে ইউএনওদের প্রস্তুত থাকার আহ্বান জানান ইসি আনোয়ারুল। তিনি বলেন, ‘কাউকে ফেভার করা যাবে না। সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে। এটি শুধু দায়িত্ব নয়, অস্তিত্বের প্রশ্নও বটে।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর কিছুদিন পরিস্থিতি অস্থিতিশীল ছিল। তখন অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু এখন সেই ভয় কাটিয়ে উঠতে হবে। সরকারি কর্মকর্তাদের মনোবল ও সততা এখন অত্যন্ত জরুরি।’

নির্বাচন কমিশনার ইউএনওদের উদ্দেশে বলেন, ‘এই সরকারের অধীনেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার সুযোগ আছে। ভয় পাবেন না, হিম্মতের সঙ্গে দায়িত্ব পালন করুন। নির্বাচনের শিডিউল ঘোষণার পর দেখবেন, আশপাশে কেউ থাকবে না—তখনই আসল পরীক্ষা।’

এনএনবাংলা/