কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
বসুরহাট পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত স্বপ্নপুরী মার্কেট (দিঘি মার্কেট) এলাকার সেই ঐতিহ্যবাহী দিঘি আজ হুমকির মুখে। এক সময় যে পুকুরটি ছিল স্থানীয়দের পরিচ্ছন্নতা, পবিত্রতা ও পরিবেশবান্ধব জীবনের অংশ, আজ তা রূপ নিয়েছে এক দুঃখজনক চিত্রে—নোংরা আবর্জনা, পলিথিন আর মানুষের অবহেলার প্রতিচ্ছবিতে।
পুকুরটি ঘিরে আছে দুটি জামে মসজিদ। মুসুল্লিরা এখানেই ওজু করে নামাজ আদায় করেন। অথচ ওজুর পানি যেখানে পবিত্রতার প্রতীক, সেখানে আশপাশের পরিবেশই যদি অপবিত্র হয়, তাহলে এই পবিত্রতা রক্ষা পাবে কীভাবে?
দেখা গেছে, পুকুরের চারপাশে নিয়মিত ফেলা হচ্ছে পলিথিন, প্লাস্টিক বোতল, খাবারের উচ্ছিষ্টসহ নানান ধরনের ময়লা-আবর্জনা। নেই কোনো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ। স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ কিংবা দোকান মালিকদের পক্ষ থেকেও নেই কোনো উদ্যোগ।
এখন প্রশ্ন—এই দিঘির কান্না কে শুনবে? এ দায় কার? পরিবেশ রক্ষায় কি প্রশাসনের, নাকি আমজনতারও কিছু দায়িত্ব রয়েছে?
সচেতন মহল বলছেন, “পুকুর একটি জীবন্ত সত্তা। এটি শুধু পানি রাখার জায়গা নয়, এটি একটি জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এটি বাঁচানো মানে আমাদের সকলকে ভবিষ্যৎ এ একটি সুস্থ পরিবেশ উপহার দেওয়া।”
ব্যবসায়ী সিরাজ উল্যাহ বলেন,এ দিঘি কয়েকবার পরিষ্কার করা হয়েছে ড়্রেনের ভিতর থেকে মার্কেটের বাহিরে হোটেল এবং বাসার আর্বজনা চলে আসে।
আমরা মার্কেটের ব্যাবসায়ীরা অনেকবার বলার পরেও কেউ কর্ণপাত করে না এই কাজে।
স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান—এই পুকুরটিকে যেন অবহেলার ভাগাড় না বানানো হয়। প্রয়োজন সবার সচেতনতা, সম্মিলিত উদ্যোগ, এবং দ্রুত পদক্ষেপ।

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার