December 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 22nd, 2025, 6:36 pm

নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

নাটোর প্রতিনিধি

নাটোরে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছে নাটোর সড়ক পরিবহন নাটোর সার্কেল।

বুধবার (অক্টোবর) বেলা ১০টার দিকে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্য নিয়ে কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করে নাটোর সার্কেল । র‌্যালিটি কালেক্টরেট ভবন চত্তর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভা করে।

আলোচনা সভায় জেলা প্রশাসক আসমা শাহিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, নাটোর সড়ক পরিবহন নাটোর সার্কেল এর মোটরযান পরিদর্শক উত্তম দেব শর্মা, ট্রাফিক পরিদর্শক রেজাউল করিম, বাস মালিক সমিতির সদস্য আব্দুর রশিদ, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আব্দুল মান্নাফ সহ বিভিন্ন পরিবহনের চালকগণ।