October 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 22nd, 2025, 7:32 pm

যুক্তরাষ্ট্রের ডিভি লটারি থেকে বাদ পড়লো বাংলাদেশসহ ১৯ দেশ

 

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অন্যতম জনপ্রিয় সুযোগ ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি। তবে ২০২৬ সালের ডিভি লটারি নিয়ে হতাশার খবর দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। নভেম্বরের ভিসা বুলেটিনের সর্বশেষ আপডেট অনুযায়ী, এবছর মোট ১৯টি দেশ এই কর্মসূচি থেকে বাদ পড়েছে।

তালিকায় রয়েছে— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন (মূলভূখণ্ড ও হংকংসহ), ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, ডোমিনিকান প্রজাতন্ত্র, কিউবা, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনিজুয়েলা ও ভিয়েতনাম।

এই তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে কিউবা, বাকি দেশগুলো গত বছরও আবেদন করার সুযোগ পায়নি।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব দেশের নাগরিকরা গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে তুলনামূলকভাবে বেশি সংখ্যক অভিবাসন করেছেন, সাধারণত সেই দেশগুলোর নাগরিকরা এই কর্মসূচির জন্য যোগ্য বিবেচিত হন না।

এশিয়ার যেসব দেশ আবেদন করতে পারবে

২০২৬ সালের ডিভি লটারিতে এশিয়া অঞ্চল থেকে মোট ৩১টি দেশ ও অঞ্চল আবেদন করার সুযোগ পাচ্ছে। এর মধ্যে রয়েছে—

আফগানিস্তান, ভুটান, বাহরাইন, ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, জাপান, জর্ডান, কুয়েত, লাওস, লেবানন, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, নেপাল, উত্তর কোরিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, পূর্ব তিমুর, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি কী?

ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অভিবাসন কর্মসূচি, যা সাধারণভাবে গ্রিন কার্ড লটারি নামে পরিচিত। এর মূল উদ্দেশ্য হলো এমন দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া, যেসব দেশ থেকে গত পাঁচ বছরে তুলনামূলকভাবে কম সংখ্যক মানুষ আমেরিকায় অভিবাসন করেছেন।

প্রতি বছর এই কর্মসূচির মাধ্যমে প্রায় ৫৫ হাজার পর্যন্ত স্থায়ী বাসিন্দা ভিসা (গ্রিন কার্ড) দেওয়া হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র তার জনসংখ্যার বৈচিত্র্য বজায় রাখতে চায়।

এনএনবাংলা/