October 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 22nd, 2025, 7:58 pm

নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ নয়, পুনর্গঠন প্রয়োজন: নাহিদ

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের গঠন ও কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষ নয়। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন পুনর্গঠন প্রয়োজন। নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের নিরপেক্ষ মনে হচ্ছে না, স্বচ্ছ মনে হচ্ছে না।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, ‘নির্বাচন কমিশনে পক্ষপাতিত্ব এবং কিছু রাজনৈতিক দলের প্রতি বিমাতাসুলভ আচরণ দেখা যাচ্ছে। একে কোনোভাবেই আমরা স্বচ্ছ ও নিরপেক্ষ মনে করছি না। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ নির্বাচন কমিশন অপরিহার্য। নির্বাচনের ফলাফল সুষ্ঠু না হলে দায় সরকারের ওপরই বর্তাবে। আমরা ইতিমধ্যেই সরকারের কাছে আমাদের উদ্বেগ জানিয়েছি।’

তিনি আরও উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে জুলাই গণহত্যার বিচারের প্রসঙ্গও আলোচিত হয়েছে। নাহিদ বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে আদালতে তোলা হয়েছে। আমরা এটাকে সাধুবাদ জানাই এবং সরকার ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি।’

নাহিদ বলেন, শহীদ ও আহত পরিবারের পক্ষ থেকে দেশের বিভিন্ন আদালতে যেসব মামলা হয়েছে, তার প্রক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, ‘৮০০-এর বেশি মামলা এখন কোথায়, কিভাবে পরিচালিত হচ্ছে, এবং আসামিদের জামিনের পরিস্থিতি—এসব বিষয় সরকারকে স্পষ্ট করতে হবে।’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কাগুজে স্বীকৃতি নয়, বাস্তব কার্যক্রমের নিশ্চয়তা পাওয়ার পরই তারা স্বাক্ষর করবেন। তিনি বলেন, ‘জনপ্রশাসনের বদলি এবং দায়িত্ব বণ্টন কি দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে হচ্ছে নাকি রাজনৈতিক প্রভাবের ফল—এটিও আমাদের উদ্বেগের বিষয়।’

নাহিদ ইসলাম দাবি করেন, নির্বাচনের প্রস্তুতি ও প্রশাসনিক ভাগবাটোয়ারা রাজনৈতিক দলগুলোর প্রভাব থেকে মুক্ত হতে হবে। বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচয় দেয় তারা প্রশাসন, এসপি, ডিসি ভাগবাটোয়ারা করছে। তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদের মধ্যে যারা এই ধরনের প্রভাবযুক্ত, তাদের ব্যাপারে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।’

এনএনবাংলা/