রাজধানীর মতিঝিল এলাকায় মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের করার সময় জনতা ধরে কয়েক জনকে গণধোলাই দিয়েছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভিডিওটির সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘এটি মঙ্গলবারের ঘটনা। আওয়ামী লীগের কিছু নেতাকর্মী হঠাৎ মিছিল বের করলে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাদের ধরে পুলিশে সোপর্দ করেছে।’
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় অর্ধশতাধিক আওয়ামী লীগ কর্মী হঠাৎ এলাকায় জড়ো হন। এরপর কয়েকজন নেতাকর্মী হাতে ‘ইউনূস সরকারকে হঠাও’ লেখা ব্যানার নিয়ে মিছিল করেন। মিছিলটি দেখে স্থানীয়রা চরম ক্ষুব্ধ হন এবং নেতাকর্মীদের ধাওয়া করতে থাকেন। ধাওয়ার সময় দুইজনকে ধরে স্থানীয়রা বেধড়ক মারপিট করেন, পরে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, মিছিল থেকে মোট ৩২ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় একই ধরনের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ১৩১ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এটি ব্যাপক নজর কাড়ছে। পুলিশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা ও মঙ্গলবারের ঘটনা হিসেবে নিশ্চিত করেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে
নিরাপত্তা ঝুঁকিতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, সব ধরনের সেবা সাময়িক স্থগিত
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডা স্টেট বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত