জেন জি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী লিমায় ৩০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরি।
মঙ্গলবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট জেরি বলেন, ‘যুদ্ধ কথায় নয়, কাজে জেতা যায়।’ খবর আল-জাজিরা, রয়টার্স, আনাদোলু এজেন্সি- এর।
তিনি আরও জানান, অপরাধ দমনে এবার নতুন কৌশল নেওয়া হচ্ছে—যেখানে সরকার ‘প্রতিরক্ষা থেকে আক্রমণে যাওয়ার উদ্যোগ’ নেবে।
সেনা টহল ও নাগরিক অধিকার সীমিত
জরুরি অবস্থার অধীনে সেনাবাহিনীকে রাস্তায় টহলের অনুমতি দেওয়া হবে। একই সঙ্গে নাগরিকদের সমাবেশ, মিছিল ও প্রতিবাদের সাংবিধানিক অধিকার সীমিত করা হবে।
ছয়দিন ধরে চলমান অনিশ্চয়তার পর সরকার এই পদক্ষেপ নিয়েছে। তবে ঘোষণায় বলা হয়নি, বাড়তে থাকা চাঁদাবাজি ও চোরাচালান দমনে কীভাবে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে।
অপরাধের হার রেকর্ড মাত্রায়
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর পেরুতে ১৮ হাজারের বেশি চাঁদাবাজির ঘটনা ঘটেছে—যা গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১,৬৯০টি হত্যাকাণ্ড রেকর্ড করেছে পুলিশ; গত বছর একই সময়ে সংখ্যা ছিল ১,৫০২।
তরুণদের বিক্ষোভে সহিংসতা
গত ১০ অক্টোবর দুর্নীতি ও অপরাধ দমনে ব্যর্থতার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তেকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে কংগ্রেস। এরপরই সংসদের স্পিকার হোসে জেরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, যিনি আগামী জুলাই পর্যন্ত ক্ষমতায় থাকবেন।
তবে এর পর থেকেই দেশজুড়ে দুর্নীতি ও সংগঠিত অপরাধবিরোধী আন্দোলন শুরু হয়। তরুণ প্রজন্মের ‘জেন জি’ সদস্যরা এতে নেতৃত্ব দিচ্ছেন। গত বৃহস্পতিবার জেরির পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভে সহিংসতায় একজন নিহত ও প্রায় ১০০ জন আহত হন।
পদত্যাগ করব না—প্রেসিডেন্ট জেরি
বিক্ষোভে প্রাণহানির পরও জেরি জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। এর আগে মার্চে সাবেক প্রেসিডেন্ট বোলুয়ার্তেও জনপ্রিয় সংগীতশিল্পী পল ফ্লোরেস হত্যাকাণ্ডের পর জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। তবে তখনও অপরাধের মাত্রা কমেনি।
এনএনবাংলা/
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে সেন্টমার্টিন ভ্রমণ নিষিদ্ধ, দিনে যেতে পারবেন সর্বোচ্চ ২ হাজার পর্যটক
গাজীপুরে দুর্ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মায়ের বিয়ের শাড়িতে ‘৪৫ বছর আগে’ ফিরে গেলেন জয়া