ছয় জাতির অংশগ্রহণে শুরু হওয়া কাভা কাপ মেন্স ভলিবল টুর্নামেন্ট ২০২৫–এ দারুণ জয় দিয়ে চ্যাম্পিয়ন মিশন শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে মালদ্বীপকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করেছেন হরষিত বিশ্বাসরা।
প্রথম ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ছিল যথাক্রমে ২৫-২১, ২৫-১৩ ও ২৫-২১। দারুণ পারফরম্যান্সে শুরুটা হয়েছে একদম স্বপ্নের মতো।
দিনের অন্যান্য খেলায় তুর্কমেনিস্তান সহজেই ৩-০ সেটে হারিয়েছে নেপালকে। অন্যদিকে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শ্রীলংকা ৩-২ সেটে পরাজিত করেছে আফগানিস্তানকে।
আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক ভলিবল আসর। এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। তিনি বলেন, ‘বাংলাদেশ এক বন্ধুত্বপূর্ণ দেশ। আমি আশা করি, এই টুর্নামেন্ট হবে উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সবার অংশগ্রহণে এটি সফল এক আয়োজন হয়ে উঠবে।’
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান বলেন, ‘এটা আমাদের দেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। বড় একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা গর্বিত। আসুন সবাই মিলে এই টুর্নামেন্ট সফল করি।’
তিনি আরও জানান, বাংলাদেশের মেয়েদের ভলিবল দল আগামী ডিসেম্বরে মালদ্বীপে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু।
এনএনবাংলা/
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে সেন্টমার্টিন ভ্রমণ নিষিদ্ধ, দিনে যেতে পারবেন সর্বোচ্চ ২ হাজার পর্যটক
গাজীপুরে দুর্ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মায়ের বিয়ের শাড়িতে ‘৪৫ বছর আগে’ ফিরে গেলেন জয়া