আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ব্যাংক, ইবনে সিনা ও তাদের সমমনা প্রতিষ্ঠানের কাউকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ না দিতে নির্বাচন কমিশনকে (ইসি) লিখিত প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে ৩৬ দফা প্রস্তাবনা জমা দেয় বিএনপি।
দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নেতৃত্ব দেন প্রতিনিধি দলে।
প্রস্তাবনায় বলা হয়, ‘নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে ভোটগ্রহণ কর্মকর্তা বা পোলিং পারসোনেল (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার) নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রভাবিত বা বিতর্কিত প্রতিষ্ঠান থেকে কাউকে নিয়োগ দেওয়া যাবে না। যেমন—ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা ইত্যাদি।’

বিএনপি অভিযোগ করেছে, সম্প্রতি ইসলামী ব্যাংক সারা দেশে প্রায় পাঁচ হাজার কর্মকর্তার নিয়োগ বাতিল করে তড়িঘড়ি করে দলীয় ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়োগ দিচ্ছে—যা নির্বাচনকালে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করতে পারে।
সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ড. মঈন খান বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে পরিষ্কারভাবে বলেছি—বিতর্কিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাউকে ভোটের দায়িত্বে রাখা যাবে না। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশনের ন্যূনতম কর্তব্য হলো সব পক্ষের আস্থা অর্জন করা।’
এ সময় তার হাতে ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে করণীয় প্রস্তাবসমূহ নির্বাচন কমিশনের সহিত সভার জন্য প্রস্তাবিত কার্যপত্র’ শীর্ষক একটি দলিল দেখা যায়।
এনএনবাংলা/

আরও পড়ুন
সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন ‘আপাতত’ স্থগিত
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক, তবে অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
দেশে কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি