December 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 24th, 2025, 9:00 pm

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হতে পারেন?

 

জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। এরই মধ্যে সংস্থাটির পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে জাতিসংঘের ভেতরে-বাইরে শুরু হয়েছে জোরালো আলোচনা।

আন্তর্জাতিক মহলে এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত তিন প্রার্থী হলেন— মিশেল ব্যাশেলে, চিলির সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের সাবেক মানবাধিকার হাইকমিশনার। রাফায়েল মারিয়ানো গ্রসি, আর্জেন্টিনার নাগরিক, বর্তমানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক। এবং রেবেকা গ্রিনস্প্যান, কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার মহাসচিব।

সম্ভাব্য প্রার্থীদের তালিকা অর্থাৎ ‘রিউমারড পটেনশিয়াল ক্যান্ডিডেটস’ তালিকায় আরও যাদের নাম রয়েছে তারা হলেন— মেক্সিকোর সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলিসিয়া বার্সেনা, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, বলিভিয়ার ভাইস প্রেসিডেন্ট ডাভিড চোকেউয়াঙ্কা, জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি মারিয়া ফার্নান্দা এস্পিনোসা গারসেস, আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা, সার্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভুক ইয়েরেমিচ, জাতিসংঘের বর্তমান ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা মোহামেদ এবং বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মটলি।

অন্যদিকে, নোবেল বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামও জাতিসংঘ মহাসচিব পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে— এমন খবর ঘুরছে আন্তর্জাতিক মহলে।

যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘এটা পুরোপুরি রিউমার, এর কোনো ভিত্তি নেই।’

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম আলোচনায় এসেছে আগেই। তাছাড়া ড. মুহাম্মদ ইউনূস যে এ ধরনের বৈশ্বিক একটি পদের জন্য যথাযথ ব্যক্তিত্ব তা প্রশ্নাতীত। কাজেই আলোচনাটি মোটেও অস্বাভাবিক না।

প্রসঙ্গত, জাতিসংঘ মহাসচিব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে ২০২৫ সালের শেষ নাগাদ। এরই মধ্যে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন থেকে নতুন মহাসচিব নির্ধারণ নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।

এনএনবাংলা/