অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যুর হার কিছুটা কমেছে। এ সময়ে করোনায় মারা গেছেন ৪ হাজারের কিছু বেশি মানুষ। একই সময়ে শনাক্ত হয়েছে প্রায় তিন লাখ।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্ত ২৪ কোটি ছয় লাখ ৬২ হাজার ৫০৪ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৮ লাখ ৯৮ হাজার ৪৮৭ জনে দাঁড়িয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৪৯ লাখ ৩৩ হাজার ৩৩৬ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ২৪ হাজার ৩১৭ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ তিন হাজার ২৮২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৬ লাখ ৪৪ হাজার ৪৬৪ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪০ লাখ ৬৭ হাজার ৭১৯ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৫২ হাজার ১২৪ জনে।

আরও পড়ুন
ইরানে বিক্ষোভে এ পর্যন্ত নিহত কমপক্ষে ৫৩৮
নাগরিকদের ইরান ত্যাগের জরুরি নির্দেশ অস্ট্রেলিয়ার
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ