October 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 25th, 2025, 4:43 pm

রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না: সালাহউদ্দিন

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক দলের বিভেদ যদি ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ করে দেয়, তাহলে জাতি তা কখনো ক্ষমা করবে না।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “অতীতের অভিজ্ঞতার ভিত্তিতেই আমাদের সামনে এগোতে হবে। আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র রেখে যেতে হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, “রাজনৈতিক দলে মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশের স্বার্থে এবং সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সবাইকে এক হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তন রোধ করতে হবে। যদি আমাদের পারস্পরিক বিভেদের কারণে ফ্যাসিবাদ আবার ফিরে আসে, তাহলে এই জাতি আমাদের ক্ষমা করবে না।”

গণতন্ত্র রক্ষায় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, গণতন্ত্রের স্বার্থে আদর্শ ও মতপার্থক্য উপেক্ষা করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনরাগমন ঠেকাতে সব দরজা আমাদের বন্ধ রাখতে হবে।

এনএনবাংলা/